Warranty : Smart Watch
প্রোডাক্ট কিনার ১২ মাসের ভেতর ওয়ারেন্টি প্রোযোজ্য হবে যদি আপনার প্রোডাক্ট এর ঃ
ঘড়ির স্কিন অন না হয় ।
ঘড়ির ব্যাটারি যদি ফুলে যায় ।
স্কিন অন /অফ হতে থাকে ।
[এই উপরোক্ত সমস্যা গুলো সার্ভিস ওয়ারেন্টি এর আওতায় পড়বে । ওয়ারেন্টি ক্লেইম করতে আপনার প্রোডাক্ট আমাদের সপ লোকেশন এ নিয়ে আসতে হবে আর যদি আনা সম্ভব না হয় তাহলে সেইটা সুন্দরবন কুরিয়ার এ আমাদের সপ এর ঠিকানায় পাঠিইয়ে দিতে হবে । ]
Guaranty Claim : Smart watch
প্রোডাক্ত কিনার ৭ দিনের ভেতর যদি
ওয়াচ এর ডিস্প্লে না আসে ।
ব্যাটারী যদি ফুলে যায় । ( তবে ফাস্ট চার্জার ইউজ করে এইটা করলে গ্যারান্টি এর আওতায় আসবে না ।)
স্কিন যদি শুধু অন অফ হতে থাকে ।
[ এই উপরক্ত সমস্যা গুলো তে ক্রেতা পন্য রিপ্লেসমেন্ট করে নিতে পারবে কিন্তু পরিবর্তন চার্জ ১৫০ টাকা অগ্রিম করতে হবে ।]
কি কি বিষয়ে গ্যারান্টি বা ওয়ারেন্টি প্রযোজ্য নয় :
প্রোডাক্ট এ যদি দাগ বা স্ক্যাচ পরে যায় তাহলে গ্যারান্টি/ওয়ারেন্টি এর আওতায় পড়বে না ।
যদি কোন প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি এর ভেতর থাকে এবং আমাদের টেকনিশিয়ান টিম দেখার পর যদি বুঝতে পারে এইটা
কোন পার্টস ডেমেজ হয়ে গেছে সেই ক্ষেত্রে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় এবং এইটার কোন দায়ভার SSGadgets নিবে না ।
নিজে নিজে যদি প্রোডাক্ট ডেমেজ করে ফেলেন সেক্ষেত্রে গ্যারান্টি/ওয়ারেন্টি এর আওতায় পড়বে না ।
প্রোডাক্ট এর ভেতর যদি পানি প্রবেশ করান তাহলে গ্যারান্টি/ওয়ারেন্টি এর আওতায় পড়বে না ।
যদি প্রোডাক্ট এর কোন ফাংশন বা ফোনের সাথে না কানেক্ট করতে পারেন তাহলে গ্যারান্টি/ওয়ারেন্টি এর আওতায় পড়বে না ।
আমাদের সাপোর্ট নাম্বার: 01741-655758
আমাদের সপ ঠিকানা ঃ ঢাকা , কল্যানপুর ( মিরপুর ১ রোড ) দারুসসালাম টাউয়ার , ২ য় তলা , ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এর বিপরীত পাশে ।
দোকান নং ৫০ ।
অফিস খোলা টাইম : বিকাল ৫-৭ টা ( প্রতিদিন)